ঢাকাবৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

বেড়িবাঁধের পার্কগুলোতে কী সব চলছে

রকিব মানিক

শনিবার, ২৬ নভেম্বর ২০১৬ , ১০:২৭ এএম


loading/img

রাজধানীর মিরপুরে বেড়িবাঁধ সড়কের দু’পাশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে নামে বে-নামে পার্ক, রেস্তোরাঁ, রেস্ট হাউজ। নামসবর্স্ব পার্কগুলোতে চলছে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ।

বিজ্ঞাপন

পার্ক, রেস্তোরাঁর নামে তৈরি করা হয়েছে ছোট ছোট টং ঘর ও রেস্ট হাউজ। এর কোনোটি কাপড় দিয়ে ঢাকা, কোনোটি আবার বড় করে বেড়া দিয়ে ঢেকে রাখা হয়েছে। এসব এমনভাবে করা হয়েছে যে, বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই ভেতরে কারা আছেন। আর এ সুযোগই বেছে নিচ্ছে স্কুল-কলেজের ছেলে মেয়েসহ বিভিন্ন বয়সের মানুষ।

যুগল ছাড়া প্রবেশ করতে দেয়া হয় না এখানে। এমনকি অনুমতি ছাড়া কেউ ঢুকতেও পারে না। এমন নির্জনতার সুযোগটিই নিচ্ছে নানা বয়সের যুগলরা। রেস্তোরাঁর আড়ালে অনেকেই তৈরি করেছেন রেস্ট হাউজ। টাকা কিছু বেশি দিলে মিলে যায় রেস্ট হাউজের রুম।

বিজ্ঞাপন

তবে পার্ক রেস্তোরাঁ কর্তৃপক্ষ বলছে, তাদের এখানে বসে সময় কাটানো যায়। কাউকে অনৈতিক কাজ করতে দেয়া হয় না।

বেড়িবাঁধের এমন দৃশ্য দেখে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা অনেক দর্শনার্থী পড়েন বিব্রতকর অবস্থায়।

বেড়িবাঁধের এমন পরিবেশের কথা জানা নেই আইনশৃঙ্খলা বাহিনীর। শাহ আলী থানার পরিদর্শক আব্দুর রশিদ জানালেন, টং ঘরগুলোতে বেড়া দেয়া ও সন্ধ্যার পর চালু রাখাও নিষেধ।

বিজ্ঞাপন

তবে স্থানীয়রা বলছেন, প্রশাসন এখনি ব্যবস্থা না নিলে ক্রমেই নষ্ট হবে পরিবেশ। প্রভাব পড়বে নানা বয়সী ছেলে মেয়ের ওপর।

বিজ্ঞাপন

এফএস/ এসজেড/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |